1. [email protected] : Jlhsbd :
  2. [email protected] : ICT : ICT

Code of Conducts

শিক্ষার্থীদের অবশ্য পালনীয় আচরণবিধি


০১.    সকল ছাত্রছাত্রীকে নিজ নিজ ধর্মের বিধিবিধান সুষ্ঠুভাবে মেনে চলতে হবে।
০২.    মাতাপিতাশিক্ষকশিক্ষিকা  বড়দের যথাযথ সম্মান করবে  শ্রদ্ধাভক্তি দেখাবে।
০৩.    সত্যবাদী হতে হবেঅন্যায়  অসত্যকে ঘৃণা করতে হবে। সৎ বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে হবে কারণ সৎ সংগে স্বর্গবাস অসৎ সংগে সর্বনাশ।
০৪.    পরিশ্রমী  অধ্যবসায়ী হতে হবে। কারণ সফলতা অর্জনে এর কোন বিকল্প নেই।
০৫.    নির্ধারিত স্কুল ইউনিফর্ম ছাড়া কোন ছাত্রছাত্রী কোন অযুহাতে কখনোই স্কুলে প্রবেশ করতে পারবে না।
০৬.    কোন প্রকার খেলার সরঞ্জামাদি নিয়ে কোন ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না।
০৭.    সিঁড়ি দিয়ে নামা বা ওঠার সময় কোন ছাত্রছাত্রী হৈ চৈ করতে পারবে না।
০৮.    টিফিন পিরিয়ডের পর ওয়ার্নিং বাজার সাথে সাথে সকল ছাত্রছাত্রী অবশ্যই শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
০৯.    ছুটির ঘন্টা বাজার পর সকল ছাত্রছাত্রীকে নিঃশব্দে সারিবদ্ধভাবে সিঁড়ি দিয়ে শ্রেণি কক্ষ ত্যাগ করতে হবে। লাইন ভেঙ্গে হুড়োহুড়ি করে নামা চলবে না।
১০.    স্কুল চলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যতীত অন্য কোন সময়ে কোন ছাত্রছাত্রী শ্রেণি কক্ষের বাইরে বা অন্য কোন ফ্লোরে যেতে পারবে না।
১১.    কোন ছাত্রছাত্রী কোন অবস্থাতেই বিদ্যালয়ের সর্বোচ্চ ফ্লোরে বা ছাদে উঠতে পারবে না।
১২.    এক শ্রেণির ছাত্রছাত্রী কোন অবস্থাতেই অন্য শ্রেণিতে প্রবেশ করতে পারবে না।
১৩.    পাঠ সংক্রান্ত উপকরণ ছাড়া অন্য কোন অবাঞ্ছিত কিছু বহন করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪.    শ্রেণি কক্ষে ছাত্রছাত্রীরা বিনা কারণে নিজের সিট থেকে উঠে অযথা ঘোরা ফেরা করা বা উচ্চস্বরে কথাবার্তা বলতে পারবে না।
১৫.    শ্রেণিকক্ষ পরিষ্কারপরিচ্ছন্ন  সুসজ্জিত রাখা ছাত্রছাত্রীদের পবিত্র দায়িত্ব  কর্তব্য।
১৬.    স্কুলের সম্পদ কেউ নষ্ট করতে পারবে নাকোন সম্পদ নষ্ট হতে দেখলে তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। সম্পদের ক্ষতি সাধন করলে তার যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে সকল ছাত্রছাত্রী বাধ্য থাকবে।
১৭.    শ্রেণিকক্ষের দেয়ালটয়লেট অথবা স্কুলের কোন দেওয়ালেদরজায় বা জানালায় কোন কিছু লিখলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮.    শ্রেণির নির্ধারিত পাঠ আগে ভাগে বাড়ি থেকে রিডিং পড়ে আসতে হবে এবং শ্রেণিতে শিক্ষকের পাঠদান  মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্রশ্ন করে ভালভাবে বুঝে নিতে হবে। কোন সমস্যা থাকলে সম্মানের সাথে পুনরায় বুঝিয়ে দিতে শিক্ষককে অনুরোধ করতে হবে।
১৯.    ২য় হতে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা অবশ্যই মনে রাখবে যেযে কোন পাঠের শেষে অধ্যায়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০.    প্রতি পিরিয়ডের পাঠদানের তথ্যতত্ত্ব বা মর্মকথা ডায়েরিতে লিখে নিতে হবে।
২১.    স্কুলের সকল পরীক্ষায় প্রত্যেক ছাত্রছাত্রীর নিয়মিত অংশ গ্রহণ বাধ্যতামুলক।
২২.    কোন ছাত্রছাত্রীর উপস্থিতি ৮০এর কম হলেকর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাকে পরবর্তী (প্রথম সাময়িকদ্বিতীয় সাময়িক  বার্ষিকপরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২৩.    পরীক্ষার হলে কথাবার্তা বলা বা আসন পরিবর্তন করা যাবে না। পরীক্ষায় যে কোন অসদুপায় অবলম্বন করলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।
২৪.    ছুটির পরে কোন ছাত্র স্কুল প্রাঙ্গনে দৌড়াদৌড়ি বা খেলাধুলা করবে না। স্কুল ছুটির পর ১৫ মিনিটের মধ্যে ছাত্রছাত্রী স্কুল ত্যাগ না করলে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষ কোন দায়দায়িত্ব বহন করবে না।
২৫.             “সকলের তরে সকলে আমরা
                  প্রত্যেকে আমরা পরের তরে
          ‘শেখার জন্য আসো এবং সেবার জন্য বের হও
          —- এই মহামন্ত্রে সকল ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হবে  মেনে চলবে।

শিক্ষককে তেমনভাবে শ্রদ্ধা করোযেমন ভাবে শ্রদ্ধা করো তোমার পিতামাতাকে।

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল                                                                                                                                 কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited